4 Nov 2014

মন শুধু ধ্যানমগ্ন থাকে


মন শুধু ধ্যানমগ্ন থাকে, যখন হাত-পা চারধারে ছড়িয়ে ল্যাদীভূত থাকে । নিজেকে হিমালয়স্থ সন্ন্যাসী টন্ন্যাসী লাগে এসময় ।

আমার এই ধ্যানভঙ্গাধিকার পেয়েছে একমাত্র উত্তরাধিকারী । তাকে কোনোরকম বাধা দেওয়া যায় না সে নাছোড়বান্দা বলে । অবশ্যই নিয়ে আসে প্লাস্টিকের দু'তিনটে ফল যা ভোগ করতে হয় আমাকে । তবে জাগলিং করে বুঝিয়ে দিই যে ভোগ্যবস্তু দারুণ উপভোগ্য হয়েছে । 

সে অবুঝ বলে খুশিমনে আমার এই সামান্য ধ্যানবৎ ল্যাদাখে শান্তি বজায় রেখে কেটে পড়ে, যা ভারত-পাকিস্তানের হাঁফধরা দৈনন্দিনতার ফাঁকে একমুঠো অক্সিজেন

No comments:

Post a Comment