11 Nov 2014

আমরা পরিবর্তিত, সরকার অপরিবর্তিত


আমরা মানুষ ।
কেউ নিজেদের পাল্টাই না ।
পাল্টাই না ইচ্ছা করে ।
পাল্টাই না অন্যদের পরামর্শ নিয়ে ।
পাল্টাই না নিজেদের অস্থিমজ্জা থেকে শুরু করে রক্তমাংসচামড়া ।
অন্ততঃ পাল্টাই না নিজেদের পরিবর্তনকে ।
এই মানবিক পরিবর্তনটা নিজে থেকে পাল্টা জবাব দেয় সমাজের মুখে ।
পাল্টা ব্যবস্থা নেয় টাকার হিসেবনিকেশ বুঝে । পাল্টা হামলা করে আচারব্যবহারের বিরূদ্ধে ।
পাল্টা প্রশ্ন করে শিল্পসংস্কৃতির হাল নিয়ে ।
পাল্টা অভিযোগ আনে স্বাভাবিকতাকে স্বাভাবিক বা অস্বাভাবিকতাকে অস্বাভাবিক মনে করে ।
পাল্টার নামে এই পাল্টে যাওয়াটা আসলে একটা বিরাট পরিবর্তন যা আমরা উল্টে দিতে পারি না ।
অথচ উল্টোপাল্টা কিছু করি না ।
তাই নিজেদের না পাল্টালেও আমরা সকলেই পরিবর্তিত ।

এই সরকার নিজেকে পাল্টায় ।
পাল্টায় জোর করে ।
পাল্টায় অন্যদের রাস্তায় নেমে ।
পাল্টায় নিজের মেরুদণ্ড থেকে শুরু করে কসমেটিক মেকআপ কিট ।
অন্ততঃ পাল্টায় নিজের পরিবর্তনকে ।
এই সরকারী পরিবর্তনটা নিজে থেকে পাল্টা জবাব দিতে পারে না সমাজব্যবস্থার নামে ।
পাল্টা ব্যবস্থা নিতে পারে না বিশ্ব অর্থনীতির রোডম্যাপ দেখে ।
পাল্টা হামলা করতে পারে না উগ্র ধর্মপ্রাণদের ।
পাল্টা প্রশ্ন করতে পারে না শিল্পসংস্কৃতির অপসংস্কৃতির কারণসহ ।
পাল্টা আইন তৈরী করতে পারে না অস্বাভাবিকতাকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে বা স্বাভাবিকতাকে অস্বাভাবিক তকমা করে ।
পাল্টার নামে এই পাল্টে দিতে না পারা আসলে একটা বিরাট পরিবর্তন যা সরকার নিজে উল্টে দিতে পারে বার বার ।
তাই সবকিছুই উল্টোপাল্টা করে দেয় ।
অথচ নিজেকে পাল্টালেও সরকার আসলেই রয়ে যায় অপরিবর্তিত । 

No comments:

Post a Comment