14 Mar 2016

নিমতার পাপড়ি


সময়ের স্বভাবদোষে
একাত্ম হয়ে যাই নিমতা ফুলের সাথে


সক্কাল বেলাতেই ফোটে সে
শরীরকে কোনোভাবে দাঁড় করাই তাকে দেখে
রোদ সামান্য উঠতে না উঠতেই
ঝরে পড়ে যায় ঝর ঝর করে
মন তাতে হয় অ্যান্টি-ঝরঝরে 


জলের একটু নিচে
একটা মাছের ঠোঁটে লেগে যায়
নিরুদ্দিষ্ট নিমতার একটা পাপড়ি


মাছটির উপবাস শুরু হয় 
তখুনি
বদলে যায় একাত্মতার নাম
পাল্টে যায় চুমু খাওয়ার সমস্ত গাইডলাইনস্


চেয়ে থাকি অপলক
পরিবর্তনক্লান্ত বায়োলজিক্যাল সিস্টেমের দিকে
তার ভিতরে, 

আরো ভিতরে হামাগুড়ি দেয় একপ্রকারের কচিলজ্জা
সে লজ্জাটুকু পেঙ্গুইনেরও নেই


সন্ধ্যা নামার আগে কুড়িয়ে নিই
নিমতা ফুলের বাকি রূপচাঁদের টুকরোগুলো