27 Jan 2015

চোখাচোখি


চোখ বন্ধ রেখেছিলাম
তার কথার মতো
খুলেছিলাম কিন্তু তার কথার অমতে 


আমি হতে চাই নি
এই অব্যক্ত মতামতের জন্য দায়ী 


ততক্ষণে
ছিঁড়ে ফেলে দেয় সে
চোখাচোখির সম্পর্কের সুতোটা 


চোখের কোণা তবুও কেমন যেন অবাধ্য হয়ে উঠতে থাকে
নীচের গলি থেকে কে যেন চেঁচিয়ে উঠলো 


"কখন নামবে?"

সুনীলবিদ্যা


সন্ধ্যার পর থেকে স্টাডিরুমে রঙমাটির বিদ্যাদেবী আর বেডরুমে রক্তমাংসের এই অবিদ্যার্থী । দুজনেই মিলে একা । কারোর মুখে কথা নেই । এদিকে আমি বসে বসে অবাক হয়ে ভাবি সুনীলের কীর্তিবুদ্ধি । ওদিকে দেবী কি করছেন কে জানে ?! আমার পেটে সুনীলবিদ্যা থাকলেও মনখানি সুনীলের মত হতে পারে নি বলে অভিমান করে নেই তো ? খাট থেকে নামতেই বাকিরা এসে পড়ে আমাদের দুজনের মাঝে ।

21 Jan 2015

'ঘাসফুল'


ঢের পেলাম যে স্মৃতিলোপ পায় নি । সে এক মুশকিল বটে । যাইহোক ২০১১ সালের গোড়াতে ঠিক এরকম স্বাস্থ্যবান 'ঘাসফুল' ছিলাম একটা বিশেষ দলের সান্নিধ্যে, চোখে, স্পর্শে, চেতনে আর অবচেতনে । 

দুর্ভাগ্যবশতঃ ২০১২ সালের মাঝামাঝি সময় থেকে একটা ছোটখাটো 'সারদাকাণ্ড' গোছের ঘটনা ঘটে তাও লৌকিক তথা ঐকিক পন্থানুসরণ করে, সেটা অবশ্যই হয়েছিলো আমার একান্ত ব্যক্তিগত অপরাধজনিত কারণে । তার দৌলতে সেই বিশেষ দলের কাছে অপ্রিয় কলঙ্কাবতার হয়ে যাই এবং একে একে সবাই আমাকে ছেড়ে চলে যেতে থাকে । যারা অনেক সহ্যগুণ দেখিয়ে বাকি ছিলো, তাদেরও নিজের হাতে ছাড়াতেই বাধ্য হই ওদের নেতিবাচক থুড়ি কনস্টিপেশন-লুক নিয়ে নাটুকে বন্ধুত্ব দেখে ।

তবে আলোচ্য 'পদ্মফুল' বলে সেরকম কিছুই ছিলো না । বরং সেই বিশেষ দলের প্রত্যেক সদস্য আসলে একেকটা পদ্মফুলের মত সুন্দর ও পবিত্র কিনা আমার ধারণা । হতে পারে ওরা নিজেদের একধরণের বিশেষ ক্রিস্টাল কিউবের মত স্বচ্ছ চকচকে সততার প্রতিষ্ঠান বলে দাবী করতে যারপরনাই মরিয়া ।
এদিকে একটি ছোট্টো সামান্যতম ছেঁড়া 'ঘাসফুল' হতে পেরে হালকাবোধ করছি আর বাস্তব-হাওয়ার ধাক্কা খেতে খেতে গড়াগড়ি খাওয়ার আনন্দের সামিল এখন আমি । 

আমার সাম্প্রতিকতম এইরূপ ঘটনার স্মৃতিচারণকারী টিভির এই-ওই চ্যানেলে ভেসে ওঠা দিদির মুখ দেখে আহাচুকচুক করি আর ভেবে আশ্চর্য হই যে ভালোভাবে থাকতে গেলে নিজের শিকড়বাকড় উপড়ে নিচ্ছে না কেন ?! এত একগুঁয়েমি কিসের ?!

19 Jan 2015

গ্যাসছাড়া লাইটার


সারা বছরে মাত্র দুই-দেড়বার নিজের উপর কমজোরি সার্চলাইট ফেলি । নিজের বুদ্ধিকে তিন-আড়াইবার বৃথা হাইলাইট করি । আর তিনশো পঞ্চাশাধিক দিনে গেঁয়ো টিউবলাইট হয়ে থাকি ।

বাকি কটা দিন ধরে গ্যাসছাড়া লাইটারের সাথে নিজের অবিশ্বাস্য মিল দেখে চোখের জল ফেলে হাসি ।

13 Jan 2015

টকমিষ্টির সদ্ভাব


একসময়ের পর থেকেই
টকদই মিষ্টতা এনে দেয় স্বাদে
স্বাদকোরকদের ধোঁকা দিয়ে


একটা সদ্ভাবের সুড়ঙ্গপথ তৈরী হয়
টকমিষ্টির মধ্যিখানে 


তার ভিতর দিয়ে যায় আর আসে
অনেকগুলো সিক্রেট
যেগুলো অনভ্যস্ত বলে রুদ্ধ ছিলো
এতদিন, এতবছর ধরে 


মিষ্টিদইয়ের ডাক শোনা যায়
অনেকদূর থেকে
পায়ে হেঁটে হেঁটে যেতে হয়
সেই দোকানে
তাকে সাড়া দিতে 


কোনো সিক্রেট হয় না
অবৈধতার মজাও
উবে যায় হালকা পারফিউমের বহু আগে

5 Jan 2015

ভুঁড়ির মত


আগে দূরে গিয়ে ঝাঁপ দিতো
দৃষ্টি


ঠিক যেন সুপারম্যান

এখন হচ্ছে কি ?
কাছে ও নয়,
ঝাঁপি ফেলছে চোখের কোটরে 


জানতে চাই ডাস্টবিনগুলো কবে
ভরে উঠবে
শুধু চশমা আর চশমায় ?


এদিকে দর্শনচিন্তা বেড়ে যায় 
ভুঁড়ির মত

নাকমুখ কাপড়ে ঢাকা নেই


নাকমুখ কাপড়ে ঢাকা নেই 

তাও
ঘামে ঘামে ছেয়ে গেছে
টেররিজম্