24 Feb 2013

Nothing to feel



Princely a black running horse
Shining wildness; inner sexual strength ,
On a longwinded dark street
Sketching nudity; taking sensual breath .

Shadows of whole cosmos
Following the path drawn behind ;
His long floating hair
Breaking all rules of seduced wind . 

Truth of heavenly freedom
Grinning with his shiny bushy tail ;
His eyes shaping intellect
Bordered with emotion; wild but pale .

Everything but him remains still
No memory, no past, nothing to feel
Only facing towards pains to kill
All senses dying on the top of hill .

21 Feb 2013

মাতৃভাষা

মাতৃভাষা ছায়াময়ী বৃক্ষ
বঙ্গে সুবিশাল অন্তরীক্ষ !


ফলে মূলে বাংলার রস 
শাখা-প্রশাখায় বাঙালিয়ানা
রন্ধ্রে রন্ধ্রে বাংলার রক্ত
তার অদ্বৈত অধুনা জমানা !

20 Feb 2013

দেখো তো কি হচ্ছে ওখানে ?

কীসের এতো কথা ?
বনের ঝাউ পাতার মতো খলখলানি
কীসের এতো হাসি ?
কোন দুরের গাঙের মতো কলকলানি
কি হচ্ছে রাঙা ঠোঁটে ?
নতুন ফ্ল্যাটের বউযের মতো গুজগুজানি
কি হয়েছে নয়নতারার ?
নির্লজ্জ লতাপাতার মতো দোলদুলানি

মুখে রোচে না কিছু
মনে বুনোবিড়ালের দাপাদাপানি ;
হাঁ করা মুখের সাথে
পেটে চলে বদহজমের গুরগুরানি ;
সুড়সুড়িতে মাতাল বন্ধু
ভক ভক গন্ধে বকবকানি ;
দেখো তো কি হচ্ছে ওখানে ?
আমার কিন্তু ভাই বড্ড ল্যাদল্যাদানি !

16 Feb 2013

I still roam like shooting star

From the door of dawn
U may cut me with ur sexiness ;
Still, like tree, I’ll grow .

Off the ocean of dusk
U may shoot me with ur sassiness ;
Still, like air, I’ll blow .

The moment time flips
U may burn me with ur haughtiness ;
Still, like history, I’ll flow .

U, like earthquake, may scatter
I still roam like shooting star
In the siesta of rest ;
Penning down for next chapter .

14 Feb 2013

দিদি, গুলি লাগলো কেন ?



একটি সুন্দর পার্কে
 
হাওয়ায় হাওয়ায় খেলে  
কানে কানে বলে 
প্রেমের সুরে দোলে  
ছেলে মেয়ে দলে দলে 
 
অমনি এলো কোথেকে -
 
দিদি বলে - এক থাপ্পড় 
প্রেম সব সাজানো 
নিরস্ত্র পুলিশ আটকায় 
দিদি, গুলি লাগলো কেন ?

12 Feb 2013

হতে চাই এক ভবঘুরে



বারো টা মাস রোজগেরে 
মন কয় - ছাড়ো এবারে !

বসি সোফায় গড়িমসি করে
চেয়ে থাকি বাইরে দূরে

হতে চাই এক ভবঘুরে
কিন্তু আমি যে কুঁড়ে

ভাবি সুখ যে কোথায়
এই ভবঘুরের জীবনে ?
তবুও হয়ে যাই কল্পলোকে
মনে প্রাণে ক্ষণে ক্ষণে ...

হয়তো আছে অসীম আনন্দ
ভুলে যায় ভালো-মন্দ ;
হয়তো আছে সুখের টান
সবুজে হয় মন-প্রাণ ;
হয়তো আছে গলাধাক্কা
মনে লাগে ফারাক্কা ;
হয়তো আছে কুকুরের সঙ্গ
মনে লাগে না নিঃসঙ্গ ...