29 Aug 2014

যাঃ যোগ বাঃ বিয়োগ


যে করে যাঃ যা যোগ সেই করে বাঃ বা বিয়োগ 
তুমিতে যেমন বোরিং আমিতে তেমনি রোগ 

যোনি ছাড়া আর কোথাও যায় না স্কুলবাস
যে খোঁজে নদী আকাশ সে দেয় চাঁদের বাঁশ

প্রেমফুল ছেঁড়াতে আর বালচুল ছেঁড়াতে সমান 
ধর্মের চেয়েও অতি ভয়ানক ছন্নছাড়া পুরাণ 

একই ভাবনাধারা থেকে বেজে বেজে ওঠে বারোটা
রামায়ণের ভীমে মহাভারতের রামে আলু পরোটা   

যত সোজা চ্যাপ্টা ক্লান্ত উল্টো পাল্টা চমৎকারে  
তত শূন্যের চমকপ্রদ বিধ্বস্ত মানসিক বিকারে 

মনের সব কথার ম্যানহোল যার শেষ অংশে 
সর্বাঙ্গসুন্দর হয়ে ওঠার বেকার দাবী রাখে সে

সব আছে আসলে কিছু নেই কিছু নেই ফাঁকা 
ধুসের শালায় ধুরে বাল ধুতে যায় তেরিকা


বল পেনের রজঃনিবৃত্তি শুরু হয়ে যায় আগে আগে 
ভালো লাগাটা ভালো চিকিৎসাতেও ভালো-ই ভোগে


No comments:

Post a Comment