23 Jul 2015

ক্রমশঃ বসবে অনুভূতির হাট


আমার দৃঢ় বিশ্বাস যে পৃথিবী শান্ত থাকলেই সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, মানুষ শান্ত থাকলেই পৃথিবী মানুষের চারদিকে ঘোরে আর ধর্ম শান্ত থাকলেই মানুষ ধর্মের চারদিকে ঘোরে । যদি বিজ্ঞানের তাপমাত্রা জিরোর নিচে নামে, তাহলে সমস্ত ধর্ম বিজ্ঞানের চারদিকে ঘুরঘুর করবে আর মনের সুখে গুণগুণ করে গাইবে ।

এই সরলতম সমীকরণে ক্রমশঃ বসবে অনুভূতির হাট ।

No comments:

Post a Comment