18 Feb 2014

অনির্বাণ-er jonmodin


পোলাপান পোলাপান
দেয় ভেঙে খান খান
দলে বলে হৃদের তলে
অই, ওহ ওহ ওহো নির্বাণ


প্রলাপের চোটে খোলে ট্রাপ
আলাপের ফাঁকে পায় পেচ্ছাপ
যখন তখন যা তা রকমের মাথা
ফট ফট ফাটে কবিতার খাপ


দাড়ির কোলে দুমদাম দমে হাসি
গোঁফের তালে দুত্তুমিত্তি ভাসি ভাসি
চোখের পেছনে কাঁদে বোলপুরের আয়না
সামনে চুমুনীতির পাল্লায় কলকাতাবাসী


সবের তালে তালে তোলে সবাই
দিদি দাদা বৌদি বোনের ভাই
নবারুণের সাথে বসে চায়ের আড্ডায়
সামনে ভাস্করদা , ঢেঁকুর তোলে 'অই'


আয় আয় বুকে আয় অনির্বাণ
চল চল যাই চলে আমরা দু'খান
শুনছিস ? ওরে পাত্তা দিস না কেন ?
পোলাপান পোলাপান, ও পোলাপান ?

No comments:

Post a Comment