26 Jun 2015

ধুঁকোমান জীবনের লক্ষ্যবস্তু


বুঝতে আর বাকি নেই । জীবন-কুণ্ডলীতে কোনো লক্ষ্য রেখে চলতাম না । এখনো চলি না । বরং আমি নিজেই নিজে হয়ে উঠছি ধুঁকোমান জীবনের একটা নিমিত্ত লক্ষ্যবস্তু । তীরবিদ্ধ হয়ে আসছি যদিও হার্টকে বুলস্-আই বানানো অত সহজ নয় । যে মুহূর্তে হার্ট এফোঁড়-ওফোঁড় হবে, সেই মুহূর্তে বুঝে যাবো আমার লক্ষ্যের স্থিরতা । তাতে তীর ছোঁড়া থেমে যাবে । মেডেলের বদলে জীবন উপহার পাবে শুধু চাপা একটা শ্বাস যার দৈর্ঘ্য আমার আর জীবনের মধ্যিখানের দূরত্বটুকুর সমান ।

No comments:

Post a Comment