22 Jun 2015

কোষের কোনো দোষ নেই


কোষে কোষে ছেয়ে গেছে চারদিকে । নিত্যনতুন কোষ তৈরী হচ্ছে । সেই থেকে শুরু হয় আজবতাজ্জব সব অঘটনীয় ঘটনা । কিম্বা চলে ঘটনীয় অঘটনের বাহার । আদতে সবের মূলে রয়েছে কোটি কোটি কোষ ও তাদের হরেকরকম্বা ক্রিয়াপ্রক্রিয়া । গোড়ায় রয়েছে যত উদ্ভট কোষীয় প্ল্যান । আমরা হারতে হারতে জিতবো নাকি জিততে জিততে হারবো সব নিয়ন্ত্রণ করে একমাত্র জটজটিলতম কোষ স্বয়ং - ক্ষুদ্রাতিক্ষুদ্রতম মানবিক কন্ট্রোলার । বল তেড়ে আসছে দেখেও ব্যাট তুলবে না ঠুকতে থাকবে সেটা ঠিক করে ব্যাটসম্যানের কোষবৃত্তীয় কার্যক্রিয়া । ছয় হাঁকবে না ডট্ বলের রিওয়ার্ড দেবে সেটা আঁক কষে দেয় কোষবাবাজী । নিশ্চিত আউট হবে কিনা সেটা ক্লিক করে দেয় ফিল্ডারের ইনভিশিবল্ বস্ শ্রীমান কোষ । ডার্কলুইসের তত্ত্ব শুরু হয়েছে কোটিশত কোটি কোষের সম্মিলিত প্রয়াসে যার কোপ পড়ে ২২ জনের উপরে । প্রত্যেকের কোষনিষাদ শোনা যায় মাঠের ঘাসে ঘাসে কান পাতলে । জয়সূচক কোষের দাম কেউ দেয় না আলাদা করে । হারসূচক কোষের নাম কেউ ডোবায় না আলাদা করে । 

বেচারা কোষের কোনো দোষ নেই । প্রকৃতির ডাকে সাড়া দেয় কোষ, সাথে কোষনির্ভর মানুষ এবং তার হারজিতনামা ।

No comments:

Post a Comment