8 Jun 2015

অন্তঃস্বপ্ন


স্বপ্নে দেখলাম যে কাল সারারাত টানা ঘুমিয়েছি মাত্র । ঘুমের মধ্যে তেমন স্বপ্ন দেখি নি । অন্তঃস্বপ্ন না দেখাটা আমার দেখা সেরা একটা স্বপ্ন । এটা কোনো হাসির ব্যাপার নয় । 

স্বপ্নের ক্লান্তি হয় । স্বপ্নের বিরক্তি হয় । স্বপ্নের রাগানুরাগ হয় । স্বপ্নের অ্যাসিডিটি হয়, আবার নানা অসুখবিসুখও হয় । এতকিছুর পর স্বপ্নের মধ্যে আরেকটা স্বপ্ন কোত্থেকে এসে বাসা বাঁধলে সেই স্বপ্ন আর স্বপ্ন-ই থাকে না । মারণরোগের মত বংশবৃদ্ধি ঘটায় দ্বিতীয়টা । দিকে দিকে ছড়িয়ে যায় ভাইরাসের মত । প্রথম স্বপ্নটা মরে যায় রোগগ্রস্ত হয়ে । দ্বিতীয়টা শুধু ছটফটানি দেয়, ঘামের ঢেউ তুলতে তুলতে । তৃতীয় স্বপ্ন দোরগোড়ায় এসে দাঁড়ালেই ঘুমটা ভাঙে আর দেখি তৃতীয়টা আসলে অন্য কারো স্পর্শ । চতুর্থ স্বপ্ন তখন আমায় ছুঁতে না পারার আফসোসে ঠোঁট কামড়ে রক্ত বের করে দেয় । তার দেখাদেখি টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে থাকা স্বপ্নরা হতাশ হয়ে একে একে হিসিতে ভিড়ে যায় । তার মধ্যে যেগুলো আহাম্মক অথচ জেদী বলে টিকে থাকে সেগুলো ফ্ল্যাশের জলের তোড়ে হারিয়ে যায় । কিন্তু তাই বলে এতো স্বপ্নাস্বপ্নি আর পোষায় না । তার বদলে প্রথম স্বপ্ন একা একা একরাত নির্বিঘ্নে কাটাতে পারলেই বেস্টসেলার । 

সিরিয়াসলি মিন করছি ।

No comments:

Post a Comment