17 May 2014

স্বচ্ছমুত্র


এইমাত্র পেচ্ছাপ করে এলাম । পেচ্ছাপের সুস্থতা নিয়ে কোনো কথা হবে না, কারণ আজ বহুদিন বাদে খেয়াল করলাম স্বচ্ছতা, নেই হলদেটে ভাব, নেই অস্বচ্ছ ভাব ।

পরিমাণমত জল খাওয়া জীবনের একমাত্র সঠিক মাপকাঠি । জলের অপর নাম যে জীবন সেটা স্বচ্ছমুত্রের প্রতীকী ছাড়া-ই সংজ্ঞায়িত হওয়া মিনিংলেস্ ।

আহা! প্রাণজুড়ানো ধারা বইয়ে গেলো । বিশুদ্ধতাসাধনের কাজটি যে মহত্ত্ববীজ রোপে তা থেকে এমন বিলিয়নপতি মুহূর্তের কিঞ্চিন্মাত্র আশা করা মোটে-ই পাগলামির লক্ষণ নয় ।

No comments:

Post a Comment