17 May 2014

হার মানে ল্যাদ


মোড়ায় বসে অফিসের জুতোর ফিতে বাঁধতে না বাঁধতে-ই এনার্জি শেষ আর্জি জানিয়ে কোথায় যেন উবে যায় ।

মোড়া ছেড়ে উঠে কোমরঘেরা প্যান্টের মধ্যে দুই হাতের বুড়ো আঙুল ঢুকিয়ে জামা ঠিক করতে না করতে-ই পাম্পযন্ত্র চালু হয়ে যায় ।

হাঁটুদুটি একটু ঝাঁকিয়ে প্যান্টের কোঁচকানো ভাব কাটাতে না কাটাতে-ই পাম্পচালিত ইচ্ছাশক্তি এক ঠ্যালা মারে ।

পিঠে ল্যাপিব্যাগ চাপিয়ে কব্জি ঘুরিয়ে বাসিক্লান্ত টা-টা করতে না করতে-ই ল্যাদ্ ছুটে আসে এদিকে...

কিন্তু গাড়ির স্পিডের কাছে হার মানে ছুটে আসা ল্যাদ ।

No comments:

Post a Comment