28 Mar 2014

ছেলেমানুষী


যদি একটা ছেলে মানুষ-ই হয় ঠিকঠাক , তাহলে সে ছেলেটি ছেলেমানুষী করবে । এতে আশ্চর্যের কিছু নেই । 

আর একটা মেয়ে যদি একটা ছেলে মানুষ-ই কিনা সেটা ভেবেচিন্তে নিজের যাবতীয় কাজকর্ম করে যায়, তাহলে সে মেয়েটিও ছেলেমানুষী করবে । এতে কারুর আশ্চর্যজনক মনে হলে আমি নিজে কিন্তু অত্যাশ্চর্যবোধ করবো-ই ।   

আসলে কিছু-ই না । নাক সিঁটকে গালিগালাজে নেই কাজ তো কই ভাজ ?! যত রাজ্যের ছেলেমানুষী করুক না কেন, ভিতরে ঠাঁই করে থাকা 'মানুষ' নামের ছাপমারা আঠালো জিনিসটা এক চুল-ও নড়বে না । 

তবুও ছেলেমানুষী করলে নির্দোষ এক ছেলেমানুষের ঘাড়ে বিনাদোষে আরেক ছেলেমানুষের রোষের নিঃশ্বাস পড়ে । বিনা নোটিশে । নিজের ঘাড়ে সেই একই দোষ চাপানোর দায় কেউ যদি এড়ানোর জন্যে গাম্ভীর্যের হাল ধরে আপ্রাণ চেষ্টা করে, তাহলে তাকে প্রকৃত অথচ অস্বাভাবিক ছেলেমানুষ না বলে আমি উপায়ান্ত দেখছি না ।

ব্যক্তিত্বকে শানপাথরে ঘষামাজার কোনো প্রয়োজন দেখছি না পাবলিকের সামনে, কারণ স্নানঘরে বা বন্ধঘরে বা একান্ত আড্ডায় মারাত্মক রকমের বালসুলভ কতকগুলো কাজ করা যায় । নিশ্চিন্তমনে । 

কাজে-ই, বালখিল্য আচরণ করে চলুক সবাই । সব্-বাই । 

No comments:

Post a Comment