25 Feb 2015

#‎হোকট্যাটু‬


রাফ এন্ড টাফ । ট্যাটুবাজ । সো অ্যাটিটিউডেক্সি । লেফট্ এন্ড রাইট । লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট । লেফটের পাল্লা ভারী পড়লো আজকের ছুটির সুন্দর ঝকঝকে সকালে । বামপন্থীদের সেই পুরোনো দগদগে করুণকাহিনীকে ছাপিয়ে উঠে আসা এই নাম-ভুলতে-বসা বামহাতি হিরোর স্টোরিলাইনটা বেশ স্মুথ । যত পাঞ্চলাইন, তত বাহ্-লাইন । আরেক রাফ-টাফ হিরো, যার খ্যাতি এখন পাকাপাকিভাবে দুনিয়াজালবন্দী, সে আগের ম্যাচে ফের দেখিয়ে গেলো যে শরীরে আঁকা ট্যাটু-ফ্যাটু মনঃসংযোগের সাথে বিন্দুমাত্র রেষারেষি করে না । এবারে বামহাতির ট্যাটুগিরি খেল দেখিয়ে গেলো তার অসামান্য অনবদ্য অনন্যসাধারণ সব ড্রাইভে ।

তাই তো ! আজও আনাচে কানাচে আমাদের সমাজের দাঁত মাজতে মাজতে বলা হয় - গায়ে ওটা কি আবার ? ট্যাটু নাকি ? এত পাকামি কিসের ? এইসব করে ফোকাস নষ্ট করার কোনো মানে হয় ? ইত্যাদিকার টুথপেস্ট দিয়ে ট্যাটুবাদীদের ট্যাটু বাদ দেওয়ার হুকুম । এগুলো নাকি শুধু বখাটে, রক ব্যান্ড,স্টাইলিস্টদের জন্য মানায় ?! যারা সিরিয়াসনেসের গাইডলাইনস্ মেনে চলতে চায় না, তাদের জন্য খোলা আছে পার্লারগুলো যেখানে চোখের জল আর গায়ের রক্ত একসাথে ফেলতে ফেলতে পার্মানেন্ট ট্যাটু করাতে যায় কিছু 'বখাটে' । কিন্তু এই ট্যাটু করানোর মধ্যে কষ্টযন্ত্রণা দাঁতে দাঁত চেপে সহ্য করার ক্ষমতা বাড়ানোর একটা আপাত কোয়ালিটি বুঝি থাকে না যেটা পরবর্তীকালে যেকোনো ফিল্ডে নামলে ভালো কাজ করার তাগিদ বাড়িয়ে দেয় ?! হয়তো তাই করে থাকতে পারে । নাহলে ধবনের আজকের সেঞ্চুরিটা তেমন ইম্প্রেসিভ লাগতো না কারো কাছে । 

‪#‎হোকট্যাটু‬ ! ‪#‎হোকসেঞ্চুরি‬

হে বামপন্থীগণ, তোমরা একবার ট্যাটু ট্রাই করে দেখতে পারো । যদি লাকি ওমেনের মত কাজ করে ! হু কেয়ারস্ ?

No comments:

Post a Comment