16 Feb 2015

হাসিমুখী পাকিস্তান


টিভির পর্দা স্বপ্নের মত হলেও মিথ্যাবাদী হয়না । হাসিমুখী পাকিস্তান দেখছি । প্রত্যেককে স্ব স্ব পজিশনে বাস্তববোধবুদ্ধিসম্পন্ন লাগছে । বেশ স্পোর্টিংলি ।

এদের দেখে কে মনে করার চেষ্টা করবে সেইসব খুনী সন্ত্রাসবাদীদের আক্রমণাত্মক ইতিহাস ? কে বলবে এরা সকলে এমন একটা দেশের প্রতিনিধি সেইদেশে কিছুদিন আগে ঘটে গেলো পেশোয়ারহত্যা ? কে বুঝবে কাশ্মীরনীতির শ্বাসকষ্ট নিয়ে মৈত্রীসূত্রে আবদ্ধ হবার জন্যে যখন তখন বার্তা পৌঁছে দেওয়া হয় ওই দেশে ? সবুজমাঠে সীমিত এই খেলার দৃশ্য দেখতে দেখতে কি আর ওইসব ভাবতে ইচ্ছা করে কারো ? 

এটা মানতে কষ্ট হয় যে সারাবিশ্ব আবার তোপ দাগাবার তালে থাকবে এই টিভির পর্দায় দেখা পাকিস্তানের উদ্দেশ্যে । দুনিয়াখবরের শিরোনামে চলে আসবে ভিলেনের তকমা নিয়ে । সব ভুলে যাবো খেলা দেখার আনন্দ ফুরিয়ে গেলে । 

এমনকি এই সাতফুট লম্বা বোলার ইরফানকে দেখতে যেমন ভয়ঙ্কর নয়, বোলিং স্টাইল তেমন তালিবানীসুলভ বা সেই কাসভের মত দাপুটে নয় । ঠিক এরকম শক্তধারালো-দাঁত-আছে-কিন্তু-মারণবিষ-নেই সুন্দর্শনীয় পাকিস্তান আমাদের চাই-ই চাই । 

সাথে চাই কোহলির আজকের সেঞ্চুরির মত সময়োপযোগী দেশপ্রেমী শান্তিবার্তা । একবার নয়, বারের পর বার ।

No comments:

Post a Comment