31 Oct 2013

শত্রু


দুই পরম শত্রু 
ইচ্ছা ও অনুচিত 

           দুইয়ের মাঝে ঝুলছে একটা অ-দেখা সুতো
           ভিজে যাওয়া শত্রুতা পোহায় রোদে 
           আবার তাতায় বৃষ্টিঝড় এসে

ইচ্ছা ভীষণ নাক-উঁচু 
অনুচিত আবার দেদার অহংকারী 
আঙুল চোষে বাক্যহারা সুতো  

একদিন দুপুরে ফাঁকা বাড়িতে বাড়ির নতুন বউকে একলা পেয়ে 
          হৃদয়ে ছুঁচ ফুটিয়ে দেয় ইচ্ছা 
          অনুচিত সেই ছুঁচ ধরে এক হ্যাঁচকা টান মারে 
          মেঝের দিকে চেয়ে থাকে সুতোয় বেঁধে 
 
পাড়ায় হঠাৎ পাঁচ বছর আগেকার ঠগবাজকে দেখতে পেয়ে 
          দাঁত খিঁচিয়ে ওঠে ইচ্ছা
          অনুচিত তাকে কনুই দিয়ে ঠেলা মারে 
          ভদ্রতার হাসি ফোটায় সুতোর সুড়সুড়িতে 

বাসের সিটের কোণে পড়ে থাকা কয়েকভরি সোনার গয়না পেয়ে 
          পকেটে চালান করতে চায় ইচ্ছা 
          অনুচিতের হুকুমে দুই রামথাপ্পড় পড়ে গালে 
          থানায় গিয়ে জমা দেয় সুতোর অনুরোধে 

তবুও অনেকে এক টান মেরে 
          ফেলে দেয় সুতো ছিঁড়ে 
          দুইয়ের মধ্যে মিলন ঘটায় 

          অতশত না ভেবে

No comments:

Post a Comment