27 Apr 2015

প্রাকৃতিক দুর্যোগ


এটাই মনে করিয়ে দেয় আদিমযুগের মানুষ কিভাবে সংঘবদ্ধ হতে শিখেছিলো । এটাই বুঝিয়ে দেয় মানুষমাত্রেই ভেদাভেদ ভুলে যায় । অসহায়তা ও ভয় শক্তিমানদেরও হার মানায় । সন্ত্রাসভাব উবেটুবে যায় । আর কত কি মানবিক বিটকেল গুণ - সব একসাথে বিলীন হয়ে যায়, একবার এটাই শুরু হলে । পরমশত্রুকেও বড়ো আপন-আপন লাগে এইসময়ে ।

এখন বুঝতে পারছি মানবসমাজ বা মানবসভ্যতা বলে যেটা বর্তমান, সেগুলো আমরা নিজেরা তৈরি করি আর বিকৃত করেও ফেলি পাশাপাশি । একমাত্র প্রাকৃতিক দুর্যোগের আভাসটুকু মনে করিয়ে দেয় যে সভ্যতা বা সমাজ বা গণতন্ত্র বা একনায়কতন্ত্র এগুলো সব একেকটা মিথ্যাঝুলি । মানুষ সবদিক থেকেই সমান হয়ে যায় যখন পায়ের তলায় মাটি কেঁপে ওঠে ।

No comments:

Post a Comment