15 Dec 2013

মেরুদণ্ডী স্বপ্ন


চার ইন্দ্রিয়ের মোড়ে দাঁড়িয়ে আছি
সামনে ভাঙাকাঁচের মানুষজনের চলাফেরা
গায়ে নতুন নতুন ধুলোবালি
ডানদিকের সত্যের মিষ্টির দোকান থেকে
ভেসে আসে মিছিমিছি গন্ধ
বাঁদিকে ঘুরলেই পুরনো প্রেমিকার বাড়ি
যার ঠোঁটের স্বাদ এখনো তাজা মোমো
পেছন থেকে হঠাৎ কে একজন জাপটে ধরল আমায়
চওড়া পিঠে টের পেলাম তার দুই স্তনবোঁটা

ঘুরে দেখি মেরুদণ্ডীবৌদি
চোখে নাবালিকা 
চেহারায় এলোমেলো উপস্থাপনা
নিচের ঠোঁট কামড়ে ধীরে ধীরে আমার বধির কানে
একটা শব্দ করল
যার ভাঙন বেশ অপরিণত

আরেকটু মন দেওয়ার চেষ্টা করলাম ঠিক কি বলছে সে

সে হয়ত বলছে কয়েক হাজার মাইল দূরে থাকা একটা কলম
অপেক্ষা করছে কিম্বা কোনো এক পুকুরপাড়ে
নতুন ডাবের জন্মের উৎসব হবে এক্ষুনি

No comments:

Post a Comment