তন্ত্রাচ্ছন্ন ভোরের আলোয় ল্যাপটপের স্ক্রিন
পাশে এক কাত সদ্যারম্ভ শীর্ষেন্দুর "মানবজমিন",
ভ্যাপসা গরমের হাওয়ায় তছনছ অজানা সব চরিত্র
চশমার স্থির কাঁচে জানালার পর্দার অস্থির চলচ্চিত্র ;
মাথায় অবিন্যস্ত কালোভর্তি ইতি উতি পাকাচুলের হাঙ্গামা
পরনে তার ঘেমো গেঞ্জি সাথে দামী সেন্টের রমরমা ,
বেজে উঠছে মোবাইল সশব্দে বারংবার জরুরী বার্তায়
নিস্তব্ধতার এই জগতবাসী রাজ্যের ঘুম দু'চোখের পাতায় |
No comments:
Post a Comment