রাজকীয় তেজে কালো ঘোড়া
যৌনতার আঁকিবুঁকি সারা শরীর জুড়ে
কোনো এক গভীর রাত্রির সড়কে এঁকে দেয়
অনাবিল নগ্নানন্দ
বয়ে চলে গভীর শ্বাস
শিরায় শিরায়
পেছনে ফেলে দেওয়া মেঠে পথ ধরে
অনুসরণরত বিশ্বসুদ্ধু ছায়ামূর্তি
ঝিলিক খেলে লম্বাচুলে ইষৎ উষ্ণতায়
স্বর্গসুখের খেলায় পেয়ে যায় স্বাধীনতার মুক্তি
চোখের মণিযুগলে বুদ্ধিমত্তার প্রতিফলন
আবেগসুলভ কাজলরেখায় শোভা পায়
বুনো সারল্য
ছুটে চলে অবিরাম বিশ্রামহীন সঙ্গমের প্রতিজ্ঞায়
বিশ্বজুড়ে নামে স্তব্ধতার অন্ধকার
নেই কোনো স্মরণীয় মুহূর্ত
নেই কোনো অতীতের চিহ্ন
বাজে কেবল যন্ত্রণা ভুলে যাওয়ার সুর
ঘোড়ার ক্ষুরের সাথে সাথে
হয়ে যায় নিশ্চিহ্ন
পাহাড়ের চূড়ায় পৌঁছে
No comments:
Post a Comment