31 Oct 2013

অ্যাম্বুল্যান্স


বিছানায় চিৎপটাং 
শরীর এখন ফাঁকা একটা রাস্তা

একধারের ফুটপাথে উঠে আসে নতুন চিন্তা 
একটা নয়
অনেকগুলো একসাথে 

অন্যধারের ফুটপাথ ধরে 
চলে ব্রেক-হীন সাইকেল 
শেষে ধাক্কা মারে ব্রেনের ল্যাম্পপোস্টে

হার্ট শুধু অ্যাম্বুল্যান্স  
অলিন্দ থেকে নিলয়ে
নির্দিষ্ট ছন্দে শব্দ করে ছুটে চলছে সমানে 
বার সাতদুয়েক মিনিটে 

ভোরের আলো এসে চোখের কড়া নাড়ে
পাশে উদ্বিগ্ন রবিবাসরীয়


No comments:

Post a Comment