30 Oct 2013

অপ্রকৃতস্থ


ভয় করছে পারবো না
               স্থির জলের পুকুরে ঢিল মারতে
এক একটা করে অনেকগুলি বলয় 
তৈরী হয়ে যায় 
               যদি মনে হয় দেখে ক্ষতবিক্ষত আহত 


মনে হয় সম্ভব হবে না 
               গাছের ডাল ধরে ঝাঁকিয়ে দিতে 
এক একটা করে অনেকগুলি ফুল 
ঝরে পড়ে যায় 
               যদি গায়ে হুল ফুটে দেয় মৌমাছির মত


খালি আমার মনে হয় এটাই
                প্রকৃতি নিজে যেন কক্ষচ্যুত
                দ্রবীভূত হয়ে যাওয়া এক অপরিচিত মুখ 
                প্রতিটা পরমাণু যেন অকেজো, অচল, নির্লিপ্ত 
সে যেন এক মেরুদন্ডহীন দুনিয়া 

No comments:

Post a Comment