দুষ্টুমিষ্টি ষষ্ঠী
প্রিয়তমী সপ্তমী
রমরমী অষ্টমী
অন্যতমী নবমী
চার বান্ধবী একসাথে, চলে গেল একরাতে |
অর্থহীন ফষ্টিনষ্টি
বিষাদভরা ন্যাকামি
চোখেমুখে পাগলামি
পুজোক্লান্ত দশমী
উপরে আকাশ মেঘলা, নিচে সে শুধু একলা |
পেন বইখাতা
স্কুলকলেজ পড়ুয়ারা
লালপাড়ি সুন্দরীরা
ছোটোবড় থালায়
সকলে মেতে উঠে খেলায়, এইগালে ওইগালে কপালে |
হাজির নড়বড়ে লরি
জোয়ানদের হাত ধরাধরি
উঠলেন মা, উঠলো বাকি সকলেও
মনে লাগে হালকা ছোঁয়া
ভটভটিয়ে ছাড়ে ধোঁয়া, হেলতে দুলতে পড়তে পড়তে |
বিষন্ন চেয়ারে বসে একদিকে
দশমী চুপচাপ চেয়ে থাকে
কানে বাজে জয়ধ্বনি
মনে খোঁচা মারে শূন্যতা
বাংলার চিরাচরিত বিহ্বলতা | রিং রিং রিং রিইইইইইং |
- || শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা || -
No comments:
Post a Comment