30 Oct 2013

কাজ-ঝামেলা


কাজ একবার 
বেঠিকভাবে শুরু করলে 
            শীতে গরমাগরম হাওয়া 
            ঘামে অন্তর্বাসের আত্মসমর্পণ 
লোকসভায় কেউ ভোট দেয় না 
            ভুল-মাংসে গড়া প্রার্থীজন 

কাজ একবার 
অর্ধেক করে ছাড়লে 
            কপালে পড়ে খিস্তিমাখা টোকা 
            রোজ রাতে দুঃস্বপ্নের কল 
ব্রেক-সভায় কেউ পায় না 
            লাঞ্চ খাওয়ার কুড়ি টাকার কুপন 

কাজ একবার  
নিখুঁতভাবে শেষ করলে 
            পৃথিবীর মায়া ছাড়িয়ে 
            পরলোকে চলে যায় কাজটা 
শোকসভায় কেউ করে না 
            তার নাম উচ্চারণ

No comments:

Post a Comment