30 Oct 2013

আন্ডার কনস্ট্রাকশন


চোখদুটি ঘুরপাক খায় 
             ঠিক যেন কম্পাস
হাতদুটি লম্বা হয়ে যায় 
             ঠিক যেন রুলার স্কেল
মনটি দোল খায় 
             ঠিক যেন প্লাম্ লাইন
মাথার চুল সব খাঁড়া
             ঠিক যেন মার্কার পেন্সিল 
যৌনাঙ্গে লাগে সুড়সুড়ি
             ঠিক যেন রবার 
পাদুটি কিন্তু নড়ে না 
             ঠিক যেন ফেভিকল্ 
শরীর জুড়ে উন্মাদনা 
             ঠিক যেন ইলেকট্রিক স্ক্রু-ড্রাইভার 
প্রেমিকা তুমি ঠিক
             যেন হোম্ আন্ডার্ কনস্ট্রাকশন্

No comments:

Post a Comment