30 Oct 2013

মদ খাও


গলায় মদ ঢাললে

প্রতিটা যুক্তি খুব সম্ভবত
            অতি সাবধানে 
            মেপে চেপে
            খুব দক্ষতার সাথে
মোড়া থাকে আর একটু রঙচঙে

মদ একটু বেশি পড়লেই 
সিনেমার পর্দা সরে যায় 
            হয়ে যায় আরম্ভ 
            যুক্তিতে ফাটল
            উঁকি মারে অকাট্য সত্য 
মোড়া খুলে লজ্জা ফেটে দুমদাম 

তাই বলি শোনো ভাই 
খাও মদ খেতে চাইলে  
            যেখানে খুশি 
            মোড়া-ফোঁড়া নিয়ে 
            মাথা ঘামাতে হলে 
নির্জন জায়গা বেছে নাও একা চুপচাপ



No comments:

Post a Comment