30 Oct 2013

সমাজের মুখ


পারছো যতদিন না 
লিমিটে পৌঁছতে
                  ততদিন দেখা নেই সমাজের হাসিমুখ 
খাওয়াবে না তোমাকে ডেকে
                  নতুন কেনা বাড়িতে নেমন্তন্ন করে
সকালে ব্যাজার
দুপুরে গোমড়া
রাতে ভেংচি কাটা
                  চলবে ততদিন ধরে 
পারবে যবে ছুঁতে 
অপেক্ষারত লিমিটটা
                  উজ্জ্বল হবে সারা পাড়া সমাজের গর্বমুখ 
নাচবে মাথায় তুলে তোমাকে
                  নিয়ে যাবে নামী দামী রেস্টুরেন্টে 
সকালে মিষ্টিমুখ 
দুপুরে পিঠচাপড়ানি 
রাতে আড্ডা মারা 
                  চলবে রোজ রোজ 
করবে যখন অতিক্রম 
সদ্যপাওয়া লিমিট 
                  জ্বলবে তেলেবেগুনে সমাজের চেনামুখ
ধরে পেটাবে তোমায় ধরে 
                  সমানে মাথায় পড়বে মেলা বাড়ি
সকালে গালিগালাজ 
দুপুরে ছিছিক্কার 
রাতে লাঠিপেটা
                  চলবে যতদিন না ক্ষমা চাইছো 

                             

No comments:

Post a Comment