বুকপকেটে গুচ্ছ ফুল
পাপড়ি গুলোতে সারা বছরের একটা করে ক্রসচিহ্ন
সিক্ত নোনতা পা'দুটি হামাগুড়ি দিতে দিতে থমকে যায়
প্রতিবার একটা পাহাড়ি পাথরের সামনে
কিছু খারাপ ফুলঝুরি এসে লাগে মনে
কিছু রেখে দেয় পরবর্তী হোঁচটের
ওয়েটিং লিস্টে
আঙুলের ছোঁয়ায় ভুস্ হয়ে যাওয়ার আগেই
ঘুমের বুদবুদ শুষে নেয় পাপড়িগুলো
সারারাত মোমবাতি জ্বালিয়ে ক্লান্তির সৎকার করে
ফর্ম জমা দিয়ে আসে নতুন করে ক্লান্তি পাওয়ার
উত্তেজনায়
No comments:
Post a Comment