29 Oct 2013

বিরক্তিমাখা ফ্যান্টাসি



আধখোলা জানালা
ঘরভর্তি ধোঁয়া , কোত্থেকে আসছে চাপা হাসি

পচা সব্জির থালা
পোকাভর্তি মোয়া , কোথায় লুকোলো রান্নার মাসী 

পোড়াবারুদের গন্ধ
উপচে পড়ছে অন্ধকার
থামছে না হাসির শব্দ
শরীরী আবেদনের হাহাকার

কিছুটা জটিল, কিছুটা সরলতার উস্কানি 
দেওয়ালজুড়ে আদিম ছায়া 

পালানোর জ্বালা
হাতছানির মায়া , বিরক্তিমাখা ফ্যান্টাসি !

No comments:

Post a Comment