29 Oct 2013

তবুও আর যেতে চায় না


জীবনের পাতলা ঠোঁটে
এঁকে দেয় মনখারাপের রঙ

সময়ের অহংকার পেরিয়ে
খুঁজে দেয় পুরনো অ্যালবাম

সাদার গায়ে কালোর বয়সের ছাপ
কালোর নরম বুকে সাদার আদর

ছেঁড়া স্মৃতির অভিমানী স্টিকার
দুরের ডাকে দেয় না সাড়া

শুরু হয় না কোনোকিছু , গভীর রাতের যন্ত্রণা
ফুরিয়ে যায় একটু করে , একলা দুপুরের বয়স বাড়ে

কতদিনের অচেনা তবুও আর চিনতে চায় না

ছোটবেলার সেই পৃথিবী , দুই চোখের আয়না
অপেক্ষার নদী বয়ে যাওয়া , ভালোবাসার বায়না 

দুরে , আরো দুরে , তবুও আর যেতে চায় না

No comments:

Post a Comment