দেখেছি আমি
আগের শীতকালে কি করেছিলে
মনে আছে আমার সব
কিন্তু ইচ্ছা করছে না মনে করাতে
তোমার এত মিথ্যা ভরা ...
গুজবে নেচে বেড়াচ্ছে
নিষ্ঠুরতার গল্প পুরো উলঙ্গ হয়ে
হাস্যকর অথচ মাত্রাছাড়া টেনশন
ঢের দেরী আছে এখনো
তোমার অমন করে সেঁক করা ...
উত্তপ্ত না হওয়া অবধি
চায়ে চুমুক দিয়ে যায় আপনমনে
মাখিয়ে নাও আমায় তোমার চুনকালিতে
কিন্তু অনেক পরে হয়ত পরজন্মে
তোমার না-দেখা ভয়ে ধরা ...
No comments:
Post a Comment