30 Oct 2013

তাও বেঁচে থাকব


ভোররাতের দরজা খুলে 
কেটে দিতে চায় আমায় সে 
                       তার ধারালো যৌনকামাস্ত্র দিয়ে 

তাও বেঁচে থাকব   
                       শুধু বেড়ে উঠব নবীন গাছ হয়ে

শেষরাতের অন্ধকার ফুঁড়ে 
গুলি করতে চায় আমায় সে 
                       তার প্রাণঘাতী হাস্যবোমার সাথে 

তাও বেঁচে থাকব 
                       হেসে ভেসে যাব বাতাসকণা হয়ে

সময়ের পাতা উল্টে 
পুড়িয়ে ফেলতে চায় আমায় সে 
                       তার উগ্রতার আগুন জ্বালিয়ে 

তাও বেঁচে থাকব 
                       দিব্যি বয়ে যাব ইতিহাস হয়ে 

আমায় সে ভূমিকম্পের মত 
                       ঝাঁকুনি দিয়ে 
                       ফেলতে চায় তছনছ করে দিয়ে 
 
 তাও আকাশের তারা হয়ে থাকব 
                       ঠিক পাশের বাড়ির ছাদের উপরে

No comments:

Post a Comment