28 Sept 2013

বোঝাতে পারতাম আরেকটু


-------------------------------------
আরেকটু চিন্তা করলে বুঝে যেত
আলো একটুখানি সরে গেলো

আরেকটু ঠান্ডা রাখলে মিটে যেত
গাড়ির স্পিড হঠাৎ বেড়ে গেলো

আরেকটু চেষ্টা করলে ফলে যেত
বাঁধানো ছবি একদিকে বেঁকে গেলো

আরেকটু ধৈর্য ধরলে পেয়ে যেত
পেনের কালি খানিকটা ছিটকে গেলো

বোঝাতে পারতাম আরেকটু
সবকিছু ঠিক লাইনে থেকে যেত
উল্টে একটু বাড়াবাড়ি হয়ে গেলো
সময়ের বড়ই অভাব কিন্তু
-------------------------------------

No comments:

Post a Comment