19 Sept 2013

করে দেবো তোমায় সেলাই


অত ভেবো না
করে দেবো তোমায় সেলাই
ধীরে খুব ধীরে
লাগবে না অনুমতি

দুনিয়া খুব ছোটো
তোমার ভিতরে তুমি
বুজে থাকো শান্ত হয়ে
লাগবে না পরিণতি

খোলার ফর্মূলা নেই
ভাঁজ করে রাখো নিজেকে
সযত্নে সাজিয়ে গুছিয়ে
লাগবে না জ্যামিতি

সুতোর শেষ কোথায়
জানি না সেটা আমরা কেউ
একদিক ধরে মিলিয়ে যাও
লাগবে না প্রতিশ্রুতি

No comments:

Post a Comment