7 Sept 2013

জীবন জুড়ে কাঁটা


ঘড়ির কাঁটা
মাছের কাঁটা
ফুলের কাঁটা ;

বুড়ো ব্যাটারী
গলায় দাদাগিরি
রক্তের মামাবাড়ি ;

সময়ের সাথে অসময়ের
দুঃসময়ের লম্বা সন্ধিক্ষণ ,
নরম ভাত, টর্চের আলো
অসহায়তার মুহূর্ত যখন তখন ,
তর্জনীর নতুন চেহারায়
বোকা প্রেমের সঠিক ব্যাকরণ ;

জীবন জুড়ে কাঁটা
শুরু থেকেই বাড়াবাড়ি
শেষপ্রান্তে কাঁটার বন।

No comments:

Post a Comment