কোলে ক্যামেরা , অলস দুপুরে
চুপচাপ বারান্দায় বসে , ঘুমের ঘোরে
সামনে ফ্ল্যাটের ভিতরে
একটা শব্দ হল হঠাৎ টুক করে
জানালার পর্দা হাওয়ায় প্রায় ওড়ে
বাথরুম থেকে আসে বেরিয়ে
তোয়ালে জড়ানো তার গায়ে
ধবধবে ফর্সা, সিক্ত কালো চুল
চোখে আমার নেই কোনো ভুল
ক্লিক্
আয়নার দিকে হেঁটে যায়
টুলে বসে ভেজা চুল শুকায়
ক্লিক্
চোখে পরিয়ে দেয় কাজলরেখা
নরম ফুলের মতো ঠোঁটদুটি
লিপস্টিক দিয়ে শুরু হয় আঁকা
মনে লাগে হাওয়ার ছুটি
ক্লিক্
কানে পরে নেয় হীরের দুল
আঁচড়ে দেয় শুকিয়ে যাওয়া নরম চুল
ক্লিক্
ছোট একটা গোল লাল টিপ কপালে
ফিক করে হাসে টোল পড়ে দুই গালে
ক্লিক্
তোয়াল খুলবে বলে
টুল ছেড়ে উঠে দাঁড়ায়
অমনি বেজে উঠলো ফোন
এমন পোড়া কপাল আমার ! হায় !