আজ মাত্র দুটো ব্যাঙ দেখতে পাবার আশায় গেছিলুম লবণহ্রদের সিসিতে । গিয়ে দেখি প্রচুর ব্যাঙ লাফালাফি করলো, দাপাদাপি করলো । ফেনোমেনালি অ্যাকটিভ সবকটাই । হৃত্বিক নিজেও একটা হেব্বিদিব্বি ব্যাঙ । ভেবেছিলুম তার কিছু ব্যাঙাচিনাচ দেখতে পাবো যা আগে কোনোদিন দেখি নি । নাহ্ সব কেলোব্যাঙের নাচ । মাথাটাকে পেছনে ঠেলে বুকের ছাতি ফুলিয়ে ঢেউ খেলিয়ে যে নাচ দেখালো সেটা দেখে মনে পড়ে গ্যালো আমি ক্লাস ইলেভেনে স্কুলে, কলেজের ফার্স্ট-সেকেণ্ড ইয়ারে বহুবার দেখাতাম আমার তখনকার ফ্যাব্ হিরোয়িক ড্যান্সিং স্টেপ করে । এখন হৃত্বিকের এই পুরোদস্তুর ওল্ড স্টেপটা আর তেমন সাড়া দিতে পারে নি, বাকি স্টেপগুলোও না । পুরো হতাশ হলাম । সাথে রিনার প্রেমের একটা পুসিক্যাট । সারা গল্পজুড়ে তার চুড়ান্ত ন্যাকামি । হয়তো ন্যাকাবোকা রোলের জন্য ওই আদুরে বিড়ালকে ভাবা হয়েছে ।
ড্যানিকে নতুন চেহারায় দেখলাম । শুরুতে আর শেষে এত সুন্দর্শনীয় পার্ট
দেখিয়ে গেলো মাঝে দেড়ঘন্টা তার অনুপস্থিতি একটা মিসিংফুল । নাঃ 'নি' না ।
ও হ্যাঁ, কমেডি রোলে বেশ কিউট লেগেছে নবাগত ছেলেকে । বোধ হয় ভবিষ্যতে আরো হাসাবে যেটুকু দরকার এই হাসিশূন্য রুটিনে ।
সাবটাইটেল ছাড়াই অমুকের ব্যাঙাকশনপ্লে, তমুকের ব্যাঙেক্সপ্রেশন দেখতে দেখতে স্টোরিলাইন যাটুকু বুঝলাম তাতে রিভেঞ্জের যুগান্তকারী একঘেঁয়েমির স্ট্যাম্প । এই স্ট্যাম্পিং ব্যাপারটা এখনকার ল্যাদলেদে জীবনে মিনিংলেস । ইউজলেস । আজকাল কে কার প্রতিশোধ নিতে এত রক্ত ঝরায় ? এত ব্যাঙাচিনাচ কেন ? পরিণতির বয়সে এসে বাক্সের পর বাক্স ব্যাঙের প্রয়োজন পড়লো কেন ? এফ.আই.আর করে মানুষজন যে পরিমাণে ল্যাদখোরের আইডেন্টিটি নিয়ে বসে আছে, সেখানে এসব দেখলে অসম্ভব বলে উড়িয়ে দেওয়া অস্বাভাবিক কিছু নয় ।
তবে একটা সত্যি কথা বলি । হৃত্বিকের মাসকুলিন বডি দেখে পুসিক্যাটের যেরকম রি-অ্যাকশান হয়েছিলো, আমার মত একজন বয়স্কমানুষের হুবুহু একই রি-অ্যাকশান হয়েছিলো অন্ধকারের সিটে বসে । আর হ্যাঁ, পাশে বসা হৃত্বিক-লুক-ভক্তিনী পত্নীর রি-অ্যাকশান দেখার প্রয়োজন বোধ করিনি ওই সময়ে ।
ও হ্যাঁ, কমেডি রোলে বেশ কিউট লেগেছে নবাগত ছেলেকে । বোধ হয় ভবিষ্যতে আরো হাসাবে যেটুকু দরকার এই হাসিশূন্য রুটিনে ।
সাবটাইটেল ছাড়াই অমুকের ব্যাঙাকশনপ্লে, তমুকের ব্যাঙেক্সপ্রেশন দেখতে দেখতে স্টোরিলাইন যাটুকু বুঝলাম তাতে রিভেঞ্জের যুগান্তকারী একঘেঁয়েমির স্ট্যাম্প । এই স্ট্যাম্পিং ব্যাপারটা এখনকার ল্যাদলেদে জীবনে মিনিংলেস । ইউজলেস । আজকাল কে কার প্রতিশোধ নিতে এত রক্ত ঝরায় ? এত ব্যাঙাচিনাচ কেন ? পরিণতির বয়সে এসে বাক্সের পর বাক্স ব্যাঙের প্রয়োজন পড়লো কেন ? এফ.আই.আর করে মানুষজন যে পরিমাণে ল্যাদখোরের আইডেন্টিটি নিয়ে বসে আছে, সেখানে এসব দেখলে অসম্ভব বলে উড়িয়ে দেওয়া অস্বাভাবিক কিছু নয় ।
তবে একটা সত্যি কথা বলি । হৃত্বিকের মাসকুলিন বডি দেখে পুসিক্যাটের যেরকম রি-অ্যাকশান হয়েছিলো, আমার মত একজন বয়স্কমানুষের হুবুহু একই রি-অ্যাকশান হয়েছিলো অন্ধকারের সিটে বসে । আর হ্যাঁ, পাশে বসা হৃত্বিক-লুক-ভক্তিনী পত্নীর রি-অ্যাকশান দেখার প্রয়োজন বোধ করিনি ওই সময়ে ।
No comments:
Post a Comment