6 Oct 2014

ন্যাচারাল এনার্জির দাম


একমাত্র ঘড়ি কড়া হুকুম দেয় পুজোর আনন্দ শর্টকাটে সেরে ফেলার । যত হাই তুলি, তত অনুভব করি ভিড় বাড়ছে । নিজেকে ঠেলতে গিয়ে টের পাই ভিড় ঠ্যালার বয়সটা বিছানার তলায় লুকিয়ে কাতরাচ্ছে । 

ঘড়ির লাগে না গ্লুকোন-ডি । লাগে না ভিটামিন-সি । নেই হেপাটাইটিস-বি । লাগে শুধু ব্যাটারি-ডাবল্-এ । তার এনার্জির সামনে মুখ ব্যাজার করে পড়ে আছে কিছু নতুন জামাকাপড় । এদিকে অ্যালবাম দেখে ফেসবুকীয় এনার্জি ঘুঁটে ঘুঁটে খাই ।

দুই মাসের সন্ধিক্ষণে পাওয়া স্যালারির অংক দেখেও ঘড়ি থামবে না । বরং এবারের আনন্দটা সন্ধিক্ষণে সীমিত । দুদিনের মোমবাতিতে ফুঁ দিতে বাকি আছে । তা সত্ত্বেও জামা ছাড়তে হবে, সাথে পিছনের পকেটে পুরতেই হবে কঙ্কালসার পার্স ।

ন্যাচারাল এনার্জির একটুও দাম নেই বুঝি ? ঘড়ি দাঁত বের করে আছে । পুরো গেঁজেল হাসি ।

No comments:

Post a Comment