27 Oct 2014

বারান্দায়


বারান্দা নিয়ে অনেকে লিখেছে । বারান্দায় পড়ন্ত বিকেলের আলো নিয়ে অনেকে মুগ্ধতা জানিয়ে গেছে । বারান্দায় বসে নীচের রাস্তায় রিক্সাগাড়ি বা মানুষদের চলাফেরা দেখে বাস্তবিক যান্ত্রিকতার চোটে মনভার করার সিনিয়ার সিটিজেন যেমন আছে, সামনের দূরের জঙ্গলের গভীরতা বা কাছের সমুদ্রের বিশালতা মেপে মনকে উদাস করার একাকিত্বপ্রিয় লোক তেমনি আছে । বারান্দায় থেকে উপরের দিনের আকাশে মেঘ থাকা-না থাকা নিয়ে বা রাতের আকাশে তারার সংখ্যার সাথে পাল্লা রেখে গুচ্ছলাইনসহ মনজানাকে অজানা করে দেওয়া সব মানুষেরই কমবেশি আছে । 

বারান্দায় কাক বসলে তাকে তাড়িয়ে বা পায়রা এলে তার জন্য চাল ছড়িয়ে দিয়ে অনেকে পক্ষীসমাজ নিয়ে বকবক করে । চওড়া বারান্দার বড়লোকি বা গোল বারান্দার সাহেবিয়ানা নিয়ে কম সাহিত্যচর্চা হয় নি । বারান্দায় থেকে ভিতরের কোলাহলের সাথে নিজের বিচ্ছিন্নতা নিয়ে দীর্ঘযুদ্ধের পর শান্তিলাভের মত ইতিহাস রচনা এখনো চলে । শহরে বারান্দাহীন ফ্ল্যাট বা বাড়ি কিনতে চায় এমন পাগল খুঁজে পাওয়া যায় না । গ্রামের বাড়ির উঠোন বারান্দার গ্রামীণ ভার্সান । বারান্দাকে স্টোররুম বানায় না সবচে' বড় মাপের অলস মানুষেরাও । এমনকি গরীবলোকের লজ্জাগুলোর মধ্যে বারান্দাহীনতা অন্যতম । 

রাজনৈতিক-সামাজিক-অর্থনৈতিক কারণে অকারণে বারান্দার শিল্পসংস্কৃতি নিয়ে জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে বাড়বাড়ন্ত ব্যাপারে কারোর দ্বিমত না থাকলেও আজকাল আমি একটু উদ্ভটজাতের বিরোধিতা করে ফেলি । আমি যখন বারান্দায় যাই, তখন গোটা বহির্জগত চিড়িয়াখানার টিকিট কাটতে ভুলে যায় । আমি হয়ে যাই বারান্দাবন্দী একজন দর্শনীয় বস্তুমাত্র । হয়ে যাই খাঁচাবন্দী একটা টিয়াপাখির মত । হয়ে যাই অ্যাকোরিয়ামবন্দী ছোট্টছোট্ট মাছের মত । হয়ে যাই জামাপ্যান্ট পরা সুন্দর একটি গরিলা । হয়ে যাই রয়্যাল বেঙ্গল টাইগারের একজন যোগ্য প্রতিযোগী । 

এসময়ে সমস্ত মন কিন্তুকিন্তুমুখর হয়ে ওঠে । খুব ইচ্ছা করে ভাস্কর চক্রবর্তীর সেই জনপ্রিয় কাঠবিড়ালি হয়ে অপরিচিত অথচ অবাধ্য দর্শকের দিকে ছুটে যাই । সাথে অবশ্যই কোনো বাদাম থাকবে না, থাকবে এই স্থির বারান্দা যাকে শিশুবয়স থেকে ভালোবেসে এসেও এখন দর্শকের হাতে দিয়ে তাকে বিদায় করে দিতে চাই । 

সমস্যাটা হচ্ছে কাঠবিড়ালি যেমন আসে না, উল্টে বাদাম খেয়ে পেটুকেপনা করে, তেমনি আমাকে এই বারান্দায় এসে আজীবন দর্শনশাস্ত্রের টপিক হয়ে থাকতে হবে । যা একটা লাইভ আর্টস্ ওয়ার্কশপের নগ্ন জলজ্যান্ত মডেল হওয়ার চেয়েও বড় অস্বস্তিকর ।

No comments:

Post a Comment