স্বপ্নে নিজেকে বসাতে পারি না । স্বপ্নের পরিসর উপহাসের পাত্রের তুলনায় কম, তাতে হিমালয়ের চূড়া থেকে জল ঢাললেও ঘুমের দাগ ওঠে না । লেপ্টে থাকে বছরখানেক আগেকার গু-এর মত । হাত বাড়ালেই শত্রু ।
নিজেই নিজের খড়্গ বের করি । তার উদ্দেশে নিক্ষেপ করামাত্র সত্তা দুদিকেই ছিটকে যায় । একই সত্তার দ্বৈতবাদে চমকে যায় রক্তকণিকা । অজস্রতা তার স্বভাববিরূদ্ধ ।
হত্যাকারীর গু পরিষ্কার করতে কেউ চায় না । কিন্তু স্বপ্নে নিজেকে বসাতে না পারায় আমার কর্তব্য তাকে মুছে দেওয়া । কিভাবে করবো তা ঠিক করে আমার আর স্বপ্নের মধ্যপথ দিয়ে হেঁটে যাওয়া সময়ের বিচক্ষণতা ।
চোখ বন্ধ রাখি । ঘৃণাবশতঃ ঘুমের দাগটা ধীরে ধীরে উঠবে । এখানে মৃত্যুর প্রসঙ্গ আনা একটা ইহলৌকিক বৃথা ।
No comments:
Post a Comment