6 Oct 2014

জাস্ট বি উইথ জয়া


পঞ্চমী খেল খতম । ষষ্ঠী আক্কেল গুড়ুম । সপ্তমী সুপার খালাস । অষ্টমী পুরো সাবাড় । নবমী রিটায়ার্ড হার্ট । দশমী ট্র্যাজিক এন্ড । কোনোটা ভালো করেই উপভোগ করা গেলো না । কিছু নামকরা প্যান্ডেলের সামনে বিশাল লম্বা লাইন দেখে কলেজে ভর্তির ফর্ম জমা দেওয়ার লাইন ভেবে মাঝেমধ্যে গুলিয়ে ফেলেছি । আলোর ঝলকানিতে গায়ের ঘাম পুজোর জামার থেকেও বেশি এক্সপেন্সিভ মনে হয়েছিলো । আমার আতরমাখা রুমালের বাকি গন্ধটুকু বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম । আর কিছু নয় ।
তবে সারা বছরে শুধু পুজোর রাতগুলো রেপলেস হয় বলে রাস্তায় রাস্তায় স্বল্প বা স্বচ্ছবসনার ঢল । কি জিওমার্কা আত্মবিশ্বাস শরীরের উন্মুক্ত জায়গায় জায়গায় ! কি বাহাত্মক প্রবল ব্যক্তিত্ব স্বচ্ছতায় স্পষ্টতায় ! ঢাকবার ব্যস্ততাটুকুও হাওয়ায় হাওয়ায় খেলে বেড়াচ্ছিলো ! কেন যে এদের সবচে' সুন্দর দেখায় এই গভীর নৈশকালে ? আড়ষ্টতা বা নিরাপত্তাজনিত উৎকন্ঠা বুঝি এদের সৌন্দর্যহীনতা ?
আসলে রেপিস্টরাও ফ্যামিলি নিয়ে বেরোয় । বন্ধুবান্ধব মিলে মণ্ডপে মণ্ডপে যায় । এই মাত্র কটা দিন ওদের ছুটি । অন্ততঃ রেপের ছুটি । কাল বা পরশু থেকে আবার শুরু করবে এরা । খবরের কাগজ পড়তে ভালোবাসি । দুনিয়ার খাসখবর সব পড়া যায় না, অথচ রেপের নিউজ পড়া হয়ে যায় । কেন জানি না রেপিস্টরা বোধ হয় খবরের কাগজের একেকটা পাতায় ওৎ পেতে বসে থাকে ।
নারীসমাজের এই মুক্তমনার নাম রাখলাম 'জয়া' যেভাবে হোক আমার স্বীকার করতে বাধো বাধো ঠেকে না যে শরীরের বাঁধুনির জয়জয়কার । আমার চোখে দেখা স্বাধীনচেতা নারীশ্বরমূর্তিদের । শুধু পুজোর রাতে দেখে আত্মতুষ্ট হতে চাই না, সারা বছর ধরে এই স্বাধীনতার গ্ল্যামার দেখতে চাই রাস্তায় রাস্তায় ।
হে রাজ্য প্রশাসকগণ, বিজয়ার শুভেচ্ছা জানাবো না কাউকে আজ । জাস্ট বি উইথ জয়া ! শুধু আজ নয়, প্রতিদিন ।
এগেইন প্লিজ্, জাস্ট বি উইথ জয়া । এভিরি উম্যান ক্যান বি জয়া অন হার ওন সেল্ফ !

No comments:

Post a Comment