14 Oct 2014

কিছুক্ষণ বিরতি রাখলাম


নিজেকে সামনের দিকে ঠ্যালা মারলাম । কিছুক্ষণ বিরতি রাখলাম । পেছন থেকে নিজেকে ফের টেনে তুললাম । 

ওই স্বল্পবিরতিটা যদি শাস্ত্রানুমোদিত বিরাট কিছু ইতিহাস তৈরী করতে পারে, তাহলে সেই ইতিহাসের সাক্ষী আমিও হতে পারবো । দুর্ভাগ্যবশতঃ কোনো শাস্ত্রে এমন বিধি নেই । 

তবুও বিরতি রেখেছিলাম কারণ নিজের মহামূর্খামিকে ভালোবেসে ফেলেছি ।

No comments:

Post a Comment