30 Oct 2014

দাদার মাথা গরম


কলকাতা আটলিকোর ঝাক্কাস প্লেয়ার ফিকরুর দুই ম্যাচের ব্যান প্রসঙ্গে টিমের মালিক উবাচ - "ফিক্রু, বাবা মাথা গরম করো না"

গ্যাঁওওও !

মনে পড়ে যায় লঙ্কাপুরী রাসেলের সাথে ঝালঝাল কথার বিনিময় । মনে পড়ে যায় ব্রিটিশ বোদ্ধা ফ্লিনটফের উদ্দেশে জামা খুলে রোমহর্ষক হেলিকপ্টার বানানোর দৃশ্য । আরো অনেক কিছু প্রচার-না-পাওয়া-বাঙালিসুলভ-ইমোশন-নিয়ন্ত্রণহীনতার লাইভ কাস্টিং ।

দাদা, তুমি বাঙালি আমিও বাঙালি । তুমি সেন্টিমেন্টাল, আমিও সেন্টিমেন্টাল । তবে এক কাঠির কম । তুমি একটুতেই উত্তেজিত হয়ে যাও, আমিও একটুতেই উত্তেজিত হয়ে যাই । তবে দু'কাঠির কম । সর্বোপরি তুমি একজন সেলেব্রিটি, আমি একজন ছাপোষা কর্মচারী । মাঝের ব্যবধান শতলক্ষকোটি কাঠিসমান হলেও তোমার মধ্যে যে কাঠিটা জ্বলে, আমার মধ্যে সেই কাঠিটা জ্বলে । এই জ্বলে ওঠার জাতকে আমরা চিনি বাঙালি বলে । এই জ্বলে ওঠার রোগ বাঙালিসমাজের পরাকাষ্ঠা বলে সুখ্যাত । রোগনিরাময়ের ওষুধ আমাদের হাতে নেই, থাকলেও আছে শুধু নিজের-মাথায়-জল-ঢেলে-দাও টাইপের হাল্কা ধমক । এই ধমক খেয়ে আমরা কখনো চুপ থাকি, কখনো বা কপালের শিরা মৃদু মৃদু ফুঁসে ওঠে নির্বিবাদে । এতে আমাদের রোগটা সারে না, বরং রোগের ও-কার বিরাট আকার ধারণ করে যেকোনো পরিস্থিতিতে, যেকোনো মুহূর্তে ।

আমি বাড়িতে বা অফিসে রাগ দেখাই (অবশ্যই রাগের কারণ থাকে) । দুর্ভাগ্যবশতঃ মিডিয়ার অভাবে আমার ভিতরের রাগের ভয়াবহতা অনেকের কাছে অজানা । অথচ মিডিয়ার দৌলতে তুমি রাগের মাপকাঠিতে আমাকে বা আমার মত অনেককে ইতিমধ্যে ছাড়িয়ে গেছো, বাড়িতে বা নিকটাত্মীয়সমক্ষে কি যে করো আমরা জানতে পারি না তবু আমার পরিবারের মত তুমিও নিশ্চয় পরিবারের একজন সদস্য । এতকিছু হওয়া সত্ত্বেও মিডিয়ার সামনে বেচারা ফিক্রুর মাথা-গরম-করার প্রসঙ্গ টেনেছো ?!

ফিক্রুবাবু হোক বা পিকলুসাহেব হোক কে মাথা গরম করলো তা নিয়ে মাথা ঘামাবার কোনো কারণ দেখি না । অন্যের মোটা মাথা নিয়ে নিজের মাথা রোগা করার কোনো যুক্তি দেখি না । অন্যদেশের লোকের মাথাসৃষ্ট সহজাত প্রবৃত্তি নিয়ে নিজের খ্যাতনামা স্বাভাবিক রাগ বা উত্তেজনাকে বাইপাস করার চেষ্টা করতে মাথার দিব্যি কেউ তো দেয় নি ?! নিজের টিমের প্রত্যেক সদস্যের একটা করে মাথা আছে, একেকটা সুপ্ত আগ্নেয়গিরির মত । একেকটা পাগলা কুকুরের মত । কিম্বা সোয়ারেজোনুগামী ফুটবলার কেউ থাকতেও পারে তোমাদের টিমে ! জাস্ট ! জাস্ট ! জাস্ট মাথা গরম করে ফেলেছে খেলতে খেলতে তাও সেটা মাঠের ভিতরে যেটা তুমি অনেকবার দেখিয়ে এসেছো তোমার ক্রিকেটজীবনে ।

তার চেয়ে নিজেকে আগে বোঝাও দাদা । আমিও নিজেকে বোঝাই যেমন । না পারলে অন্যদের গরম মাথা নিয়ে নিজে ভাট না মেরে ওদের মাথা ভালো করে আরামসে গরম করতে দাও, যেমন আমি চুপচাপ নোট করে রাখি অন্যদের মাথাগরমজনিত নানাকীর্তি আর ফলভোগ । শেষে নিজের সাথে মেলাবার চেষ্টা করি ।

 অবশ্যই সময় পেলে ।

No comments:

Post a Comment