25 Jan 2016

অ্যান্ অ্যাননিমাস্ আলস্য


সূর্যকে আগে কানামাছির বেশে দেখতে ভালো লাগতো না । আজকাল কেন জানি না মেঘের আগোছালো রুমালে চোখবাঁধা সূর্যের অসহায়তা দেখতে খু-উ-উ-ব ভাল্লাগছে ; আকাশে ভাসছে একটি বড়সড় কানামাছি । 

একদল পাখি উড়ে এসে টুপ্ করে ফেলে দিয়ে গেলো আমার অলটাইম ফেভারিট আলস্য ; আমার অগুনতি নিঃশ্বাস ত্যাগের সুখতীর্থ । 

আমার পাজামা এখনো বেশ ঠাণ্ডা । তার ভিতরে গুটিসুটি মেরে থাকা রোমশ পায়ের সম্পর্কে আমার তিলমাত্র উৎসাহ নেই । 

মোজাদুটো ক্রমে শুষে নিচ্ছে শেষ উষ্ণতাটুকু ; একাকী রক্তরেলের টার্মিনাল । আ ব্রিফ জার্নি অফ লোনলি ব্লাড, আ লস্ সো...

বৌয়ের নীচের ঠোঁটের কিছুটা ফেটে গেছে । ড্রাইনেসের অত্যাচার ; এ এক প্রত্যাখানের শিরশিরানি । কাল সন্ধ্যায় অঞ্জলী জুয়েলার্সের সামনে দেখেছিলাম একজনের লাল টকটকে লঙ্কাদুটো । তবুও বৌকে বলি নি ক্রিম লাগাতে কারণ আমার মতে একটু ন্যাচারাল থাকা ভালো । 

হ্যাজবান্ডের এমন অলসযুক্তি তার কচিকচি পাখনাদুটি মেলে উড়ুক । বেশিদূর যেতে পারবে না যদিও...
ভেসলিন, বোরোলীন, পন্ডস্ এদের চাহিদা অনেকদূর অবধি । গ্যালাক্সির পর গ্যালাক্সি পেরিয়ে কার মুখ দেখতে পাবো যার ঠোঁট নেই ?

বিবর্তনতত্ত্ব কি খাটে এমন অলসমুহূর্তে যেখানে একদল পাখির ঠোঁটে ঝুলছিলো আমার প্রিয় চিরকুট ; অ্যান্ অ্যাননিমাস্ আলস্য ।

No comments:

Post a Comment