18 Jan 2016

অনিশ্চয়তার বুকমাঝারে


অনিশ্চয়তা এমন এক সস্তা পাবলিক
যার জন্য সেভিংস্ অ্যাকাউন্টের ব্যালান্স আজকাল
চেক করা-ও বোকামি ।


অথচ তুমি ছুটে চলছো
এমন ফুলস্পিডে
এমন জেদে
এমন তেজে
এমন হাস্যকর উপায়ে যা দেখলে
নতুন নতুন ব্যাঙ্ক
তার নিত্যনতুন শাখাপ্রশাখা গজিয়ে উঠবে । 


বাড়তে থাকবে ব্যাঙ্কদূষণ
বাড়বে বিশ্বাসকষ্ট;


এসো, বসো, একটু জিরিয়ে নাও
এমন শরবত খেয়ে নাও যার
তিনভাগ জল আর
একভাগ নিশ্চয়তা


দেখবে আর বুঝবে
কেমন একটা চারুকলা জেগে জেগে উঠছে
অনিশ্চয়তার বুকমাঝারে ।

No comments:

Post a Comment