4 Jan 2016

জর্জ রেমি


আমার ব্যক্তিগত ঘুমের আরেক নাম হলো জর্জ রেমি । তাঁর আঁকা টিনটিন আমার চুলে বিলি কেটে দিচ্ছে, কুট্টুস আমার গাল চাটছে, ক্যাপ্টেন হ্যাডক আমাকে জড়িয়ে নিঃশব্দে কাঁদছে, টমসন টম্পসন আমার পা দুটো ম্যাসাজ করে দিচ্ছে, প্রফেসর ক্যালকুলাস আমার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব সবকিছু আন্ইনস্টল করে দিচ্ছে ।

No comments:

Post a Comment