18 Jan 2016

যেখানে আগুন ছিলো একসময় ধর্ম


লেপ ওল্টাতে বেরিয়ে এলো
এক চ্যাবড়া প্রগলভ ম্যাগমা
বিছানা থেকে নেমে ছুটে পালাচ্ছে
বন্যহরিণ, বাইসন, ম্যামথ - একের পর একে


বালিশের উপরে ঘাম জমে জমে সে হয়ে গেলো
আমার আত্মছবি
দেখতে কোনো এক গুহামানবের মতো - অনেকটাই মিল


বৈজ্ঞানিক যুক্তি খুঁজতে গেলাম
বন্ধ জানলার কাছে
অল্প একটু ফাঁক করতেই যে হাওয়া
ঢুকে পড়লো হু হু করে
বিশ্বাস করতে পারি নি তাকে - জাস্ট পারলাম না


ফিরে গেলাম
বহুছালীয় সভ্যতার একটা ছাল কেটেফুঁড়ে
যেখানে আগুন ছিলো একসময়
ধর্ম; তাকে ঘিরে ছিলো
অসীম ভয় ও অপার বিস্ময় - একসাথে প্রবলভাবে

No comments:

Post a Comment