মাছি ধরা নিয়ে আজ পর্যন্ত পুরষ্কার ঘোষণা করা হয় নি কোথাও । কোনো খবরের কাগজে দেখি না মাছি মারার অভাবনীয় কীর্তি নিয়ে হেডলাইন । গল্পোপন্যাসে প্রায় দেখি মাছি তাড়ানোর ক্লিশে পট । নিদেনপক্ষে ইন্ডোর গেমস্-এ এক ঘন্টায় সর্বাধিক মাছি খপ করে ধরে ফেলার মতো উইনিং চ্যালেঞ্জের জায়গা নেই । এ তো ভারী অদ্ভূত । বিশাল একটা অদ্ভূতের ঘোর নিয়ে বসে আছি । আমার ডানহাত এখন খুব টায়ার্ড । ওদিকে তিন ইঞ্চি দূরে একটা মাছি একটা পা তুলে নিজের মুখের ঘাম মুছছে । পালিয়ে পালিয়ে যা ঘাম ঝরেছে, না ? আ ট্রু স্পোর্টিং লাইফ যা দুনিয়ার অগোচরে চলে ।
No comments:
Post a Comment