18 Jan 2016

নিজেকে লুকোবে কোথায়?


জিনিসপত্তর তোমার
যেমন আছে অনেক অনেক
লুকিয়ে রাখার জন্যে তেমনি
রয়েছে প্রচুর জায়গা
এখানে না হলেও ওখানে তো হবেই

কিন্তু
তুমি বড়ো সাইজের একটা কিন্তু
তুমি একটাই কিন্তু
নিজেকে লুকোবে কোথায়?
ভেবেছো কখনো ?

No comments:

Post a Comment